দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রাঁচির নেটে অনুশীলন শুরু করেছেন । ১৯শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হওয়ার আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চান না ‘থালা’। সুরেশ রায়না একদিন আগেই বলেছিলেন ধোনির হেলিকপ্টার শট খুব শীঘ্রই দেখা যাবে, আর ধোনির অনুশীলন দেখে সেই সম্ভাবনাই জোড়ালো মনে হচ্ছে।
খবরে বলা হয়েছে, আইপিএলের প্রস্তুতির জন্য ধোনি ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইনডোর নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। লকডাউনের কারণে বর্তমানে রাঁচিতে খুব বেশি ভালো মানের বোলার নেই। তাই ধোনি বোলিং মেশিনের মাধ্যমে অনুশীলন করছেন।
মার্চ মাসে চেন্নাইতে সিএসকের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার আগেও ধোনি এখানে প্রাথমিক প্রস্তুতি সেরেছিলেন। আইপিএলের জন্যে চূড়ান্ত প্রস্তুতি নিতে চেন্নাই সুপার কিংস দল 20শে আগস্ট দুবাই পারি দিতে পারে, তার আগে ধোনি দুই সপ্তাহ রাঁচিতেই অনুশীলন করবেন বলে জানা গেছে।