দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:সোমবার আবার আইসিসির সভা অনুষ্ঠিত হবে। এবার বৈঠকে নতুন চেয়ারম্যানের নির্বাচন কীভাবে এবং কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত আইসিসি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে এবং 2022 সালে, এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
এই বৈঠকের তিন দিনের মধ্যেই বোর্ড মিটিংয়ে ফের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলতে যাচ্ছেন। বৈঠকে আইসিসির নির্বাচন কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার কারোনার কারণে দুবাইয়ের আইসিসি অফিসে সশরীরে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। যদি ই-ভোটিং হয়, তাহলে কীভাবে ভোটের গোপনীয়তা বজায় থাকবে সে বিষয়েও আলোচনা হবে।
বর্তমানে আইসিসি চেয়ারম্যানের দৌড়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান কলিন গ্রাভস, সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ও আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান ডেভ ক্যামেরন এবং নিউজিল্যান্ডের গ্রেগর বার্কলে রয়েছেন।
এর আগে, সৌরভ গাঙ্গুলির নামও উঠে এসেছিলো এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথ এবং শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারার মতো খেলোয়াড়েরা তাকে এই পদে দেখতে চাইলেও, সূত্রের মতে, মহারাজ নিজে এখনই এই পদ নিতে আগ্রহী নন।