দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: আজ ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ম্যাচ রেফারি বাবা শাস্তি দিলেন তাঁর ক্রিকেটার ছেলেকে। ঘটনাটি ঘটেছে ইংল্যাণ্ডের ম্যানচেষ্টারে। আজ সেখানে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডকে শাস্তি দিয়েছে আইসিসি। তাঁকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইসিসির অভিযোগ তিনি ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন।
ইংল্যান্ডের ম্যানচেস্টারে পাকিস্তান সফরের তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম মাত্রার আইন ভেঙেছেন ব্রড। ৩৪ বছর বয়সী এই পেসার আইসিসির খেলোয়াড়দের আচরনবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে আইসিসি । আচরনবিধির ২.৫ ধারা অনুযায়ী প্রতিপক্ষের প্রতি কোনও বিপক্ষ খেলোয়াড় কটু ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি প্রদর্শন করলে এই ধারা ভঙ্গ করা হয় যা আইসিসির মতে এই ধরনের আচরণ প্রতিপক্ষের কাছে আক্রমণাত্মক মনে হতে পারে।
তবে শাস্তি হিসেবে শুধু জরিমানাই নয় ব্রড পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। এই ডিমেরিট পয়েন্ট নিয়ে বিগত 2 বছরে ব্রডের ডিমেরিট পয়েন্ট সংখ্যা এখন ৩। এর আগে গত ২৭ জানুয়ারি ওয়ান্ডারার্স টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০১৮ সালের ১৯ আগস্ট ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ব্রড।
সুত্র মারফত যা জানা যাচ্ছে ম্যানচেস্টার টেস্টে ব্রডের বিরুদ্ধে অভিযোগ, শনিবার (৮’ই আগস্ট) পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৬তম ওভারে ইয়াসির শাহকে আউট করে তিনি অশোভন অঙ্গভঙ্গি করে তা উদযাপন করেছেন। তবে আম্পায়ারদের আনা অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।
এখানে যে অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে তা হলো- ব্রডকে আইসিসির পক্ষে যিনি শাস্তি দিয়েছেন সেই ক্রিস ব্রড স্টুয়ার্ট, তিনি খেলোয়াড় স্টুয়ার্ট ব্রডেরই বাবা। উল্লেখ্য, ম্যানচেস্টারে সিরিজের উদ্বোধনী টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। আগামী ১৩ আগস্ট এই সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে।ক্রিস ব্রড স্টুয়ার্ট