দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো:ভারত ও বিশ্বের তামাম ক্রিকেটারেরা এই মুহূর্তে অধীর আগ্রহে আইপিএল ২০২০ এর জন্যে অপেক্ষা করছে। এর মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই লক ডাউনের পরে প্রথমবারের মতো মাঠে নামবেন। করোনার অতিমারীর ভয় কাটিয়ে খেলোয়াড়রা খুবই উত্তেজিত, তাদের জন্য আইপিএল এর আসর এক উৎসবের সামিল। তবে এত কিছুর মাঝেও একটি দুঃখজনক সংবাদও এসেছে যা ক্রিকেট বিশ্বকে শোকস্তব্ধ করেছে।
এদিন মুম্বাইয়ের 27 বছর বয়সী ফাস্ট বোলার করণ তিওয়ারির আত্মহত্যার খবর সামনে এসেছে। বলা হচ্ছে করণকে আইপিএলের জন্যে নির্বাচিত করা হয়নি, যা নিয়ে তিনি খুব ব্যাথিত ছিলেন। পরিবারের সদস্যরাও করণের সমস্যা সম্পর্কে জানতেন তবে তারা কি ঘুনাক্ষরেও টের পেয়েছিলেন যে করণ এতো বড় পদক্ষেপ নেবেন? এর আগে
করণকে ওয়ানখেড়ে স্টেডিয়ামে আইপিএলের নেট বোলার রূপে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে বোলিং করতে দেখা গিয়েছে। সুত্র মারফত্ জানা গিয়েছে করণ তার রাজ্য ক্রিকেট দলে নির্বাচিত হওয়ার জন্যে চেষ্টা করছিলেন, যাতে তিনি আইপিএল নিলামে তার নাম পাঠাতে পারেন। করণের চেহারা
এবং বোলিং অ্যাকশন অনেকাংশে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের সাথে মিলে যেত। এই কারণেই তাকে ‘মুম্বাইয়ের ডেল স্টেইন’ বলা হত। আজ মুম্বাই এ তাঁর ঘনিষ্ট মহল ও ক্রিকেট আঙিনায় শোকের ছায়া নেমে এসেছে। এ যেন এক অজানা চোটে চিরদিনের জন্যে হারিয়ে গেল এই উঠতি পেসার।