দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটিদের মধ্যে অনুস্কা শর্মা ও বিরাট কোহলি দম্পতি একটি। ইনস্টাগ্রামে সম্প্রতি এই দম্পতি একটি মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে একজন আরেকজনকে ৩ বিভাগে ৩টি করে ৯টি প্রশ্ন করেছেন। প্রথমে অনুস্কা বিরাটের কাছে বলিউড নিয়ে ৩টি প্রশ্ন করেছেন। পরে অনুস্কাকে বিরাট ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করেছেন। এরপর একজন আরেকজনের সম্পর্কে ৩টি করে প্রশ্ন জিজ্ঞেস করেন। সেখান থেকে বেরিয়ে এসেছে নানা কিছু।
অনুস্কা বিরাটকে প্রথমেই, প্রথম হিন্দি ফিচার ফিল্মের নাম জিজ্ঞেস করেন। বিরাট তো হেসেই খুন। বললেন, ‘আমার কোনো ধারণাই নেই।’ অনুস্কা বললেন, ‘রাজা হরিশচন্দ্র’। এরপর অনুস্কা একটু সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন। ক্রিকেট বিষয়ক দুটো সিনেমার নাম বলতে বলেন। বিরাটের চটপট উত্তর, ‘পাটিয়ালা হাউস’ আর ‘লগন’। ওদিকে বিরাট অনুস্কাকে ক্রিকেট খেলার তিনটি নিয়মের কথা জিজ্ঞেস করেন। অনুস্কা প্রথমে মজা করে বলেন, ‘আউট হওয়া যাবে না।’ তখন বিরাট হাসতে হাসতে বলেন, ‘এইটা কোনো নিয়ম না, এইটা উইশ।’ পরে অবশ্য ঠিকঠাক জবাব দেন আর জানান যে তিনি ক্রিকেটের সব নিয়ম জানেন। বিরাটের তরফ থেকে পরের প্রশ্ন, একদিনের ক্রিকেটে কোন নারী সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন? অনুস্কার জবাব, ‘ঝুলন গোস্বামী’। এভাবেই প্রথম রাউন্ডে অনুস্কা জিতে যান।


দ্বিতীয় ধাপের খেলা থেকে জানা যায়, অনুস্কা ও বিরাট দুজনেই পাহাড় পছন্দ করেন। এবার বিরাটের কাছে জানতে চাওয়া হয়, ‘অনুস্কা কিসে খুশি হয়?’ তখন বিরাট বলেন, ‘প্রাণীদের আশপাশে থাকলে।’ তখন হাসতে হাসতে অনুস্কা বলেন, ‘কিন্তু এই প্রাণীটা তো তুমি।’ বিরাট মাথা চাপড়ে বলেন, ‘ধুর, এটা কীভাবে ভুল করলাম!’ এই রাউন্ড থেকে জানা যায়, বিরাটের প্রিয় ব্যায়াম ‘স্ন্যাচ’ আর অনুস্কার ‘ডেড লিফট’। আরও জানা যায়, ২০১৯ সালের আগস্টে অনুস্কা বিরাটের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। কিন্তু অনুস্কা মনে করে বলতেই পারলেন না। তাঁর নাকি এসব দিন-তারিখ কিছুই মনে থাকে না সেটা তিনি নিজেই বললেন।
তৃতীয় রাউন্ডের নাম ‘কে বেশি’। এখান থেকে জানা গেল, বিরাট মহাকাশে যেতে চান। আর অনুস্কা গাছের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। তবে দুজনার কেউই ‘ভালো’ দাবা খেলতে পারেন না। আর লকডাউনে ঘরে বসে অনুস্কা আর বিরাট যত ‘ইনডোর গেমস’ খেলেন, সেখানে বিরাট নাকি তার কাছে প্রায় প্রতিবারই হেরে যান। বিরাট কোহলিও অস্বীকার করেননি। মেনে নিয়েছেন। হাসতে হাসতে বিরাট বলেন, ” হেরে যাইনা, তোমার কাছে হারতে পছন্দ করি”।
দুজনের ঝগড়া হলে অনুস্কাই আগে ‘স্যরি’ বলেন। অনুস্কা বিরাটের চেয়ে ভালো ছবি তোলেন। ইনস্টাগ্রামে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের এই ভিডিও শেয়ার হয়েছে।