30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির নামে আসন সংরক্ষণ হতে চলেছে ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ধোনির হাত থেকেই এসেছিলো ,২০১১ বিশ্বকাপ ফাইনালে সেই বিখ্যাত ছয় আর সেই ছয় দিয়েই ভারত দীর্ঘ ২৮ বছর পর ঘরে তুলেছিল ৫০ ওভারের বিশ্বকাপ । সেই স্মৃতি স্মরণে রাখতে এমএস ধোনির নামে ওয়াংখেড়েস্টেডিয়ামে একটি নির্দিষ্ট আসনের নামকরণের প্রস্তাব করেছে।

     ওই একটি ছয় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত শট হিসাবে পরিচিত আজ । মহেন্দ্র সিং ধোনির ২০১১ বিশ্বকাপ জয়ের ওই শটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । এটি এমন একটি শট যা ধোনির প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে । তাঁর অবসর ঘোষণার সঙ্গে সঙ্গেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই আসনটি চিহ্নিত করার প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে তার সেই বিখ্যাত ছয়ের বলটি পড়েছিল ।মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কে নায়েক সোমবার এই প্রস্তাব নিয়ে এমসিএকে একটি চিঠি লিখেছিলেন। তিনি বলেন “ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অপরিসীম অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানার জন্য, এমসিএ তার নামে স্থায়ীভাবে

    নয় বছর আগে বিশ্বকাপের ফাইনালে ধোনি শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারের বোলিংয়ে ছক্কা মেরে ভারতের জয়ে সীলমোহর দিয়েছিলেন । বলটি এমসিএ প্যাভিলিয়নের যে আসনে গিয়ে পড়েছিল সেটাকে সংরকনের মধ্যে দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাথে ধোনির যোগসূত্র উদযাপনের অনন্য উপায়ে আসনটি আঁকতে এবং সাজানোর প্রস্তাব করেছেন সেই চিঠিতে । “সম্ভবত আসনটি স্টেডিয়াম টুরে পর্যটকদের আকর্ষণ হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

    মঙ্গলবার এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সম্ভবত নায়েকের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তিনি ২০১১ সালের ফাইনালে ব্যবহৃত বিশ্বকাপের বলটি সন্ধানের পরামর্শ দিয়েছেন । যাতে এই বলটিকে এমসিএর পরিকল্পিত যাদুঘরে সংরক্ষণ করা যায়। চিঠিতে তিনি যোগ করেছেন, “বিশ্বকাপের বলটি কোথায় তা খুঁজে বের করা সম্ভব হলে খুব ভাল লাগবে,” তিনি লিখেছিলেন। “এটি আসন্ন ক্রিকেট যাদুঘরের গর্বিত আকর্ষণ হতে পারে। কিংবদন্তি এমএস ধোনিকে সম্মান জানাতে আমার কাছ থেকে একটি ছোট্ট পরামর্শ।

    এখনও অবধি ওয়াংখেড়ে স্টেডিয়ামটি প্রাক্তন খেলোয়াড়দের জন্য কয়েকটি জায়গা উৎসর্গ করা হয়েছে । শচীন টেন্ডুলকার স্ট্যান্ড, সুনীল গাভাস্কার স্ট্যান্ড এবং বিজয় মার্চেন্ট স্ট্যান্ড রয়েছে। পলি উমরিগার গেট এবং বিনু মানকাদ গেটও রয়েছে। শীঘ্রই, একটি এমএস ধোনির নামে আসন হতে পারে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...