দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর, দ্বিতীয় সেশনের শুরুতেই পূজারাকে হারাল বিরাটরা। তবে ভরসা যোগাচ্ছেন রাহানে ও কোহলি। বৃষ্টি কাটিয়ে অবশেষে শনিবার দ্বিতীয় দিনে শুরু হয় ইন্ডিয়া-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এদিন টসে জিতে ভারতকে ব্যাটে পাঠান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন পেসার ও দুই স্পিনার,আগে ঘোষিত একাদশ নিয়েই এদিন সাউদাম্পটন টেস্টে নামল কোহলিরা। অন্যদিকে পাঁচ পেসারে প্রথম একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। তাঁদের দলে রয়েছেন- টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কার্ল জিমিসন, কলিন ডি গ্রান্ডহোম, নীল ওয়াগনার। টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং এ নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ধীর গতিতে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার। কিন্তু কার্ল জিমিসন ও নিল ওয়ার্গনার পর-পর দুটি উইকেট তুলে নেন। প্রথমে জিমিসনের বলে ৬৮ বলে ৩৪ রানে ফিরে যান রোহিত। এরপরই বলে এসে নিজের প্রথম ওভারেই ২৮ রানে শুভমন গিলকে ফিরিয়ে দেন নিল ওয়াগনার। ওপেনিং জুটি ফিরে যাওয়ার পর এখন ব্যাটিং করছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল ৬৯ রানে ২ উইকেট।
এরপর দ্বিতীয় সেশনে উইকেটে দাঁত কামড়ে পড়ে থেকে মরিয়া লড়াই চালানোর চেষ্টা করেন চেতেশ্বর পূজারা ও বিরাট। তবে বেশ সময় কিউয়ি বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারলেন না মিস্টার ওয়াল। ৫৪ বল ব্যাট করে মাত্র ৮ রানেই টেন্ট বোল্টের একটি বল মারতে গিয়ে এলবিডব্লু হয়ে ড্রেসিং রুমে ফিরে যান পূজারা। বড় ধাক্কা নেমে আসে টিম ইন্ডিয়ার। এরপর সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন অধিনায়ক কোহলি। দ্বিতীয় সেশনের শেষে ভারতের স্কোর ১২০ রানে ৩ উইকেট। ৩৫ রানে ব্যাট করছেন অধিনায়ক কোহলি এবং ১৩ রানে রাহানে।