দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সাউদাম্পটনের গ্যালারি থেকে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য। পঞ্চম দিনের ম্যাচে মাঠ থেকে বার করে দেওয়া হল দুই দর্শককে। মঙ্গলবার এমনই কঠোর সিদ্ধান্ত নিল আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে দুই দর্শক বর্ণবিদ্বেষী মন্তব্য করায় তাঁদের বার করে দিল আইসিসি। নেটমাধ্যমে এক সমর্থক দাবি করেন, মাঠে থাকা দুই দর্শক বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটারদের উদ্দেশে। বিশেষ করে আক্রমণ করা হয় রস টেলরকে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় আইসিসি। তাদের পক্ষে ক্ল্যারি ফারলংয়ের নজরে আসে পোস্টটি। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিদের চিহ্নিত করে মাঠ থেকে বার করে দেওয়া হয়। নেটমাধ্যমেই সেই কথা জানান ফারলং।


ক্রিকেটের মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য ক্রমাগত বেড়েই চলেছে। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল। সিরাজকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীন একাধিক স্টেডিয়ামে বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়।