দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্বকাপ ফাইনালে উঠেও ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল গত বছর। তবে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পূরণ হল সেই স্বপ্ন। বিশ্ব ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার খেতাব এসেছে দেশের মুকুটে। তাই এবার নিজের ঘোষণা মতো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কিউয়ি তারকা উইকেটরক্ষক বিজে ওয়াটলি। চিরদিনের মতো তুলে রাখলেন নিজের অতি প্রিয় সেই জার্সি-গ্ল্যাভস-ব্যাট-প্যাড গুলি। আর ক্রিকেটকে বিদায় জানানোর আগে শেষ টেস্টে ভাঙলেন মাহির রেকর্ডও। প্রাক্তন ভারত অধিনায়ককে পিছনে ফেলে কিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ ক্যাচ ধরার সর্বকালীন তালিকায় ৭ নম্বরে উঠে এলেন কিউয়ি তারকা। কিউয়ি উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়াটলিং ইংল্যান্ড সফরে উড়ে আসার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সেই মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটিই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। সুতরাং বুধবারই শেষবার দেশের হয়ে মাঠে নামেন ওয়াটলিং।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে ওয়াটলিং শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরেন। দ্বিতীয় ইনিংসে কোহলি, রাহানে ও জাদেজার ক্যাচ ধরেন বিজে। ম্যাচে মোট পাঁচটি ক্যাচ ধরার পর ১২৭ ইনিংসে উইকেটকিপার হিসেবে ওয়াটলিংয়ের ক্যাচ সংখ্যা দাঁড়ায় ২৫৭। এই নিরিখে তিনি পিছনে ফেলে দেন ধোনিকে। মাহি ১৬৬টি টেস্ট ইনিংসে ২৫৬টি ক্যাচ ধরেছেন উইকেটকিপার হিসেবে। এই তালিকায় ওয়াটলিংয়ের সামনে রয়েছেন মার্ক বাউচার (৫৩২), অ্যাডাম গিলক্রিস্ট (৩৭৯), ইয়ান হিলি (৩৬৬), রড মার্শ (৩৪৩), জেফ ডুজন (২৬৫) ও ব্র্যাড হ্যাডিন (২৬২)।