দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ছক্কা হাঁকানোর দক্ষতায় মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের মধ্যে অনেক উপরের দিকেই থাকবে সে বিষয়ে কারো দ্বিমত নেই । তাঁর হেলিকপ্টার শট ক্রিকেট প্রেমীদের এক অন্যতম আলোচনার বিষয় । মহেন্দ্র সিং ধোনিকে মানুষ সাধু একজন দক্ষ অধিনায়ক হিসাবেই নয় মানুষ মনে রাখবে তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য । জোরে শট মারার ক্ষমতা ধোনির সহজাত । ।ধোনি যাতে বেশি বল খেলতে পারে সে জন্যই ধোনিকে উপরের দিকে ব্যাট করতে পাঠাতেন বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সৌরভের গাঙ্গুলির নেতৃত্বেই ভারতের হয়ে অভিষেক হয়েছিল মাহির । পাকিস্তানের বিরুদ্ধে ভাইজ্যাকে তিন নম্বরে ধোনিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। সেই ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি । সেই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী বলেছেন ,” বিশাখাপত্তনমে ধোনি দারুন সেঞ্চুরি করেছিল। এটাই নিয়ম। যে শট খেলতে ভালোবাসে তাকে বেশি বল খেলতে দিতে হয়। সচিন তেন্ডুলকর যদি ছয় নম্বরে ব্যাট করত, তাহলে ও তেন্ডুলকর হত না। “তিনি আরো বলেন ধোনির মধ্যে যে ছয় মারার ক্ষমতা আছে সেটা বিশ্বের খুব কম ক্রিকেটারের আছে ।