দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের অধিনায়ককে। প্রথম ইনিংসে ১৩২ বলে ৪৪ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ২৯ বলে মাত্র ১৩ রান করেই আউট হয়ে যান বিরাট। ব্যাটে সেভাবে রান পাননি। তার উপর তাঁর ব্যাটসম্যান ও বোলাররাও ভাল পারফমেন্স করেনি ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপরেই বিরাটকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বাইশ গজে। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে অজিঙ্কা রাহানের বলিষ্ঠ অধিনায়কত্ব দেখে অনেক বিশেষজ্ঞই তাঁকে টেস্টের অধিনায়ক করার দাবি জানান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পর সেই দাবি আরও জোরাল হয়।


তবে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার গ্রেম সোয়ানের মতে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো ক্রিকেটের প্রতি অনাচার হবে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোয়ান জানান, ‘বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ভারতীয় দলের মধ্যে হার না মানা একটা মানসিকতা সঞ্চার করতে সক্ষম হয়েছে কোহলি। ও যে নিজের দায়িত্বের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তা প্রতিটা উইকেট পড়লে বা মিস ফিল্ডিং হলে ওর ভঙ্গিমাতেই বোঝা যায়। এই মুহূর্তে কোহলির মতো এত ভাল একজন অধিনায়ককে দায়িত্ব থেকে সরানো হলে ক্রিকেটের অবমাননা করা হবে। অন্যদিকে বিরাটের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ অরুণ লাল। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পরে কেন বিরাট কোহলিকে একা দোষারোপ করা হবে?