দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নিজেদের ঘরের মাঠে টি-২০ সিরিজে ৩-০ তে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে নিজেদের শক্তি আবারও প্রমাণ করে দিল ইংরেজরা। প্রথম টি-২০ তে ৮ উইকেটে জয়, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। আর সিরিজের শেষ টি-২০ তে শনিবার রাতে ৮৯ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে সিরিজ জিতে নিল ইয়ন মর্গ্যান অ্যান্ড কোম্পানি। এদিন সাউদাম্পটনে কার্যত ইংরেজদের কাছে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে ইংরেজরা। দুই ওপেনারের ব্যাটে ভর করেই বিশাল রানের টার্গেট ছুঁড়ে দেয় ইংল্যান্ড। ৭৬ রান করেন ডেউইড মালান। অন্যদিকে ৫১ রান করেন জনি বিয়ারস্টো।


এরপর ব্যাট করতে নেমে ইংরেজ বোলিং এর সামনে কার্যত উড়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় তাঁরা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট ডেভিড উইলি ও ২ উইকেট নেন স্যাম কারেন। ফলে অতি-সহজেই ম্যাচ ও সিরিজ জিতে নিল ইংল্যান্ড।