দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতে নয়, ২০২১ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল আইসিসি। গতকালই তা স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখিত ভাবে তা আইসিসিকে জানান হয়েছে বলে জানান সৌরভ। আর এদিন সেই ঘোষণাই করল আইসিসি। পাশাপাশি জানান হয়েছে টুর্নামেন্ট শুরু হবে ১৭ অক্টোবর এবং ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাই, আবু ধাবি, শারজা ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। টুর্নামেন্টের ফর্ম্যাটও জানিয়ে দিয়েছে আইসিসি। বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, করোনা মহামারির জন্য ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থাকছে বিসিসিআইয়ের হাতেই।
আটটি কোয়ালিফাইং দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা। দলগুলিকে আমিরশাহি ও ওমানে খেলার জন্য ভাগ করে দেওয়া হবে। ৪টি দল ‘সুপার টুয়েলভস’ রাউন্ডের যোগ্যতা অর্জন করবে, যেখানে সরাসরি অংশ নেবে আটটি প্রথমসারির দল। প্রথম রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নমিবিয়া, ওমান ও পাপুয়া নিউ গিনি।