দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টানা ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মিতালি রাজ। মেয়েদের ক্রিকেটে এই রেকর্ডের ধারে কাছে নেই কেউ। ১৯৯৯ সালে ২৬ জুন অভিষেক ঘটে মিতালীর। তারপর থেকে সেই যাত্রা আজও অব্যাহত। ছেলেদের ক্রিকেট ধরলে একমাত্র শচীন ২২ বছরের বেশি ক্রিকেট খেলেছেন। ভারতের মহিলা দল এই মুহূর্তে ইংল্যান্ডে। দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দুই দল। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে মিতালীদের। সেই ম্যাচ ছিল মিতালীর ২২ বছর পূর্তির।
লম্বা ক্রিকেট কেরিয়ারের হিসেবে মিতালীর তুলনা শুধুই সচিন। ২২ বছর ৯১ দিন একদিনের ক্রিকেটে খেলেছিলেন সচিন। ৪৬৩টা ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এখনও অবধি মিতালী খেলেছেন ২১৫টি একদিনের ম্যাচে। ছেলেদের ক্রিকেটে সব থেকে বেশি রান করেছেন সচিন। অন্য দিকে মেয়েদের ক্রিকেটে সব চেয়ে বেশি রান মিতালীর ঝুলিতে। ২১৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ৭১৭০ রান। রয়েছে ৭টি শতরান এবং ৫৬টি অর্ধশতরান।