দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের ঘরের মাঠে ৮, ১০ ও ১৩ জুলাই ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি টি-২০ খেলবে এই দুই দেশ। তবে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের দলের তিন ক্রিকেটার ও চারজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার বিবৃতিতে দিয়ে জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানানো হয়েছে, ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের আপাতত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও আইসোলেশনে থাকতে হবে। তবে জানানো হয়েছে, নির্ধারিত সূচি মেনেই ইংল্যান্ড এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের খেলাগুলি হবে।
ইসিবি জানিয়ে দিয়েছে, আগামী সিরিজের জন্য বেন স্টোকসকে জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে সিরিজের জন্য বাকি দলও ঘোষণা করা হয়। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বেন স্টোকস জাতীয় দলে ফিরছেন। দলের অধিনায়কত্ব তাঁকেই দেওয়া হয়েছে। যে যে সদস্যরা দলে সুযোগ পেয়েছেন, তাঁদের প্রত্যেকের পিসিআর টেস্ট হবে এবং সবাইকেই কোভিডবিধি মেনে ক্যাম্পে আসতে হবে।