33 C
Kolkata
Thursday, September 28, 2023
More

    বিশ্বের প্রথম পেসার হিসাবে ৬০০ উইকেট অধিকারী জেমস আন্ডারসন ।

    দ্য কলাকাটা মিরর ব্যুরো : পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্টের পঞ্চম দিনের খেলায় প্রথম স্লিপে জো রুটের হাতে আজহার আলীর ক্যাচ জমা পড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসাবে ৬০০ উইকেট মালিক হলেন জেমস আন্ডারসন । ৩৮ বছর বয়েসী এই ফাস্ট বলার তার ৬০০ উইকেট পূর্ণ করতে ১৫৬ টি টেস্ট ম্যাচ খেলেছেন । এই মুহূর্তে মোট উইকেট সংখ্যার ভিত্তিতে তিনি বিশ্বের চতুর্থ বোলার । তার আগে আছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরণ ৮০০ উইকেট (১৩৩ টেস্টে ) অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ৭০৮(১৪৫ টেস্টে ) এবং ভারতের অনিল কুম্বলে ৬১৯ (১৩২ টেস্টে )।

    ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তার টেস্ট অভিষেক হয় । তার এই ৬০০ উইকেটের মধ্যে ৩৮৪ টি উইকেট এসেছে ইংল্যান্ডের মাটিতে ও বাকি ২০১৬ টি পৃথিবীর অন্যান্য দেশে ।তার অন্যতম সতীর্থ ব্রড বিবিসি স্পোর্টকে বলেন, “এটি কেবল একটি অসাধারণ অর্জন। “তিনি বয়সের সাথে আরও ভাল হয়ে উঠলেন এবং তিনিই এমন একজন যিনি আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমাকে অনুপ্রাণিত করেছিলেন।”তিনি প্রতিটি ইংলিশ ক্রিকেটার এবং তরুণ ক্রিকেটারের মধ্য দিয়ে আসা একজন রোল মডেল।”তিনি সর্বদা উন্নত এবং উন্নত হওয়ার জন্য সন্ধান করছেন এবং 600 উইকেটেই তাকে থামানো হবে না।” অ্যান্ডারসন তার ১৭ বছের ক্যারিয়ারে আট জন অধিনায়কের অধীনে খেলেছেন এবং পাশাপাশি চারটি অ্যাশেজ-জয়ের দলের অংশ হয়েছেন। ২১ টি টেস্টে অ্যান্ডারসনের অধিনায়ক মাইকেল ভন বলেছেন, “আমরা সত্যই মহানতা দেখছি।””আমি যদি মিথ্যা বলি যে আমরা বললাম আমাদের এমন বোলার আছে যে এই অনেক উইকেট পাবে। আমরা ভেবেছিলাম আমাদের কাছে দুর্দান্ত প্রতিশ্রুতিমান এবং দক্ষ বোলার রয়েছে । “আমি আমার কখনো স্বপ্নেও ভাবিনি যে ১৭ বছর পরে আমরা তাকে 600 উইকেটের বিষয়ে কথা বলব।

    অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা এর আগে ফাস্ট বোলার হিসাবে ৫৬৩ রান নিয়ে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডটি নিজের নাম রেখেছিলেন । যা অ্যান্ডারসন ২০১৮ সালেই স্পর্শ করেছিলেন ।অ্যান্ডারসন ইংল্যান্ডের হয়ে ১৯৪ ওয়ানডে এবং১৯টি-টোয়েন্টিও ম্যাচেও খেলেছেন।সব মিলিয়ে খনো পর্যন্ত তিনি ৮৮৭ আন্তর্জাতিক উইকেট নিয়েছেন ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...