দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবছর ঘরোয়া ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কয়েকদিন আগেই জানিয়েছে বিসিসিআই। এবার তারই প্রস্তুতি জোরকদমে শুরু করতে চলেছে সিএবি। ২০ অক্টোবর পুজোর পরেই শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফি। টি-২০ দিয়েই এ বছর শুরু ঘরোয়া ক্রিকেটের মরসুম। গত বছর সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে ভরাডুবি হয়েছিল বাংলার। তাই এবার মুস্তাক আলির আগে তিন মাস বাংলার ক্রিকেটারদের অনুশীলন করাতে চাইছে বঙ্গ ক্রিকেট সংস্থা। সে কারণেই আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে চলেছে এবছরে বাংলার দলের অনুশীলন।
পাশাপাশি সিএবি সূত্রে খবর বাংলার কোচের পদেও বদল আসতে পারে। অরুণ লালের জায়গায় ওয়াসিম জাফরকে বাংলার সিনিয়র দলের হেড কোচ করা হতে পারে। সহকারী কোচ হতে পারেন সৌরাশিস লাহিড়ি। অন্যদিকে অরুণ লালকে মেন্টর পদে রাখতে পারে সিএবি। পাশাপাশি বাংলার ব্যাটিং পরামর্শদাতা পদেই থাকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এবারও লক্ষ্মণকে দিয়েই বাংলার ব্যাটসম্যানদের প্রশিক্ষণ করাবে সিএবি। যদিও এখনও কোচ রদবদলের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় নি। তবে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানান হবে বলে জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।