দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসাবে ৬০০ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জেমস আন্ডারসন । তার আগের সারিতে আছেন মাত্র তিন জন বোলার । মুথিয়া মুরলীধরণ ৮০০ উইকেট , শেন ওয়ার্ন ৭০৮ উইকেট আর অনিল কুম্বলে ৬১৯ টি উইকেট । এই রেকর্ড স্পর্শ করার পর থেকেই অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিচ্ছেন তাঁর ভক্ত থেকে বিখ্যাত ক্রিকেটাররা । ভারত অধিনায়ক বিরাট কোহলি এক টুইট বার্তায় জানিয়েছেন যে , ‘ তিনি এখনো পর্যন্ত যে সমস্ত ফাস্ট বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছেন জেমস অনার্সন তাদের মধ্যে অন্যতম সেরা “।
আন্ডারসন এখনো পর্যন্ত ১৫৬ টি টেস্ট ১৯৪ টি ওয়ান ডে এবং ১৯ টি টি ২০ ম্যাচ খেলেছেন আর মোট উইকেট সংগ্রহ ৮৮৭ টি । ২০১৩ সালে তার অভিষেক হয়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে । তারপর থেকে ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলে চলেছেন নিয়মিত ।