দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এক টুইট বার্তায় প্রাক্তন ভারতীয় পেস বোলার এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশনস ম্যানেজার জহির খান রোহিত শর্মাকে আইপিএল এর অন্যতম সেরা অধিনায়ক বলেছেন। তাঁর কথায় ক্যাপ্টেন হিসাবে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থের মধ্যে সেরাতা বের করে আনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ।
মুম্বই ইন্ডিয়ান্স হ’ল আইপিএল সর্বাধিক সফল ফ্র্যাঞ্চাইজি, যারা ৪ বার খেতাব অর্জন করেছে। রোহিত শর্মা চার বার ট্রফি জিতে এক অনন্য নজির সৃষ্টি করেছেন । জ তিনি আইপিএলের অন্যতম সফল অধিনায়ক হয়েছেন। চাপের মধ্যে তাঁর শান্ত থাকা এবং তাঁর সিদ্ধান্ত গ্রহণ এমন জিনিস যা জহির খান কে খুব মুগ্ধ করেছে ।
করোনা মহামারীতে এবারের আইপিএল হতে চলেছে ১৯ শে সেপ্টেম্বর । প্রায় সবকটা দলই পৌঁছে গেছে ইউনাইটেড আরব এমিরেটসে । ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে রয়েছেন আইপিএল শুরু হওয়ার জন্য ।