দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: রবিবার থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। কোভিড পরিস্থিতির কারণে ৫দিন পর শুরু হচ্ছে টুর্নামেন্ট। দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। রবিবার মাঠে নামার আগে এক নয়া নজিরের সামনে দাঁড়িয়ে ‘গব্বর’।
রবিবার ২৩ রান করলেই একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করবেন শিখর ধাওয়ান। চতুর্থ দ্রুততম ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ১৩৯ ইনিংসে ৫,৯৭৭ রান করেছেন ধাওয়ান। ব্যাটিং গড় ৪৫.২৮। ১৭টি শতরান রয়েছে ধাওয়ানের ঝুলিতে।
একদিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের মালিক দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা । ১২৩ ইনিংসে এই মালস্টোন স্পর্শ করেছিলেন তিনি। দু’নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলি (১৩৬ ইনিংস) আর ৩ নম্বরে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (১৩৯ ইনিংস)। প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডস আর ইংল্যান্ডের জো রুট ১৪১ ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছেন। চতুর্থ স্থানে থাকতে হলে রবিবারই ২৩ রান করতে হবে ধাওয়ানকে ।