28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    অথ: রত্নগর্ভা রজনী কথা

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: ১৯৩৭ সালে মুম্বাই এর এক মারাঠি পরিবারে জন্ম নিলেন এক কন্যা সন্তান। সকলে নাম রাখলেন রজনী। তখন পর্যন্ত কেউ জানতেনই না তিনি আসলে রত্নগর্ভা। তিনি জন্ম দেবেন সর্বকালের সেরা এক ক্রিকেটার কে। তিনি আমাদের সবার পরিচিত ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারের মা রজনী টেন্ডুলকার।

    মায়ের কোলে সচিন

    আজ তিনি ৮৩ বছরে পা রাখলেন। মায়ের জন্মদিনে নিজের হাতে কেক কেটে মাকে খাইয়ে দেওয়ার ছবি পোস্ট করেছেন লিটল মাষ্টার। আজ সেই রত্নগর্ভা রজনী আইয়ের সম্পর্কে কয়েক টা অজানা বিষয় জেনে নেব।

    মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়াম এ বসে প্রথম তিনি খেলা দেখেছেন।

    রজনী মা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন এল আই সি এজেন্ট হিসেবে। তিনি মুম্বাই এর সান্তাক্রুজের বিদেশ বিভাগের শাখায় কাজ করতেন। নিজের ছেলের গগনচুম্বী সাফল্যের দিনেও তিনি নিজের কাজ থেকে অবসর গ্রহণ করেন নি। বরং অবসরের দিন পর্যন্ত নিয়ম মেনে কাজ করে গিয়েছেন। আর তাঁর এই নিয়মানুবর্তীতাই হয়তো তাঁর ছোট ছেলের খেলায় দেখতে পেয়েছি আমরা।

    শুধুমাত্র ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কাজ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন কারণ সে সময়ে তাঁর চলাফেরায কিছু সমস্যা ছিল। এমন কী ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময়ে নিজের স্বামী রমেশ টেন্ডুলকারকে হরিয়েও তিনি তাঁর ছেলেকে খেলা ফেলে ফিরে আসতে বারণ করেছিলেন।

    তাঁর ছেলেকে বিশ্বজুড়ে মানুষ ক্রিকেট ঈশ্বর বললেও জীবনে ছেলের খেলা মাত্র একটা ম্যাচ তিনি দেখেছেন সেটাও সচিনের ২০০ তম টেস্ট ম্যাচের দিন।

    আজ নিজের ৮৩ তম জন্মদিনে তিনি উচ্ছ্বসিত। সচিনের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করতেই মূহুর্তে ভাইরাল হয় সেটা। আজ রাত ৮ টা নাগাদ ছবিটি শেয়ার করেন সচিন। এই মূহুর্তে মোট ৭.৩ হাজার মানুষ রিয়েক্ট করেছেন, শেয়ার হয়েছে ৭৪ বার। কমেন্ট এ শুভেচ্ছা এসেছে ৪৫০ টি।

    ইনস্টাগ্রামের পোস্ট এ সচিন লিখেছেন “আজ আমার সব ভাই ও বোনদের সাথে ভিডিও কলের মাধ্যমে মায়ের ৮৩ তম জন্মদিন বড় ধুমধামের সাথে পালন করলাম।” উল্লেখ্য সচিনের দুই দাদা, তাঁরা হলেন অজিত, নিতিন আর এক বোন সবিতা।

    সচিনের একদা ওপেনিং জুটি সৌরভ বলেছেন “একটি সম্পুর্ন জ্ন্মদিন চাই আমার তরফ থেকে তাঁর জন্যে”। ইতিপূর্বে মাতৃদিবসে সচিন লিখেছিলেন যে ” আপনি আমার কাছে আই হতে পারেন, অন্য সব কিছু ছাড়াও আপনি সব সময় চমৎকার এবং অপূরণীয়। আমার জন্য আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...