দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভারত (প্রথম ইনিংস): ১৯১/১০ (শার্দূল ৫৭, বিরাট ৫০, ক্রিস ওকস ৪/৫৫, রবিনসন ৩/৩৮)
ইংল্যান্ড (প্রথম ইনিংস): ২৯০/১০ (পোপ-৮১, ওকস-৫০, উমেশ ৩/৭৬)
ভারত (দ্বিতীয় ইনিংস): ৪৬৬/১০ (রোহিত-১২৭, পূজারা-৬১, শার্দূল-৬০, ওকস ৩/৮৩ )
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২১০/১০ (বার্নস-৫০, হামিদ-৬৩)
ভারত জয়ী ১৫৭ রানে
লক্ষ্যমাত্রা ছিল ৩৬৮ রানের। শেষ দিনে ইংল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। করতে হত ২৯১। অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারলেন না জো রুটরা। ১৫৭ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া। ওভালে এই মুহূর্ত এল দীর্ঘ ৫০ বছর পর। ১৯৭১ সালে জিতেছিল অজিত ওয়াদেরকরেরর ভারত।
আরও পড়ুন : ভবানীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন না শুভেন্দু, জানালেন দিলীপ ঘোষ
তৃতীয় টেস্টে হারার পরই ভারতীয় দল নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ওভালের মতো উইকেটে তাঁকে নেওয়ার কথা ভাবলেন না ক্যাপ্টেন কোহলি। এমনকী, প্রথম ইনিংসে ভারতীয় দলের দুর্দশা দেখে নিন্দুকরা বলেছিলেন, এই টেস্ট হারলে, তার অন্যতম কারণ হবে অশ্বিনকে প্রথম একাদশে না রাখা। তবে বিরাট কোহলিরা সব প্রশ্ন, সব সমালোচনার জবাব দিয়ে দিলেন রুট বাহিনীকে হারিয়ে।