দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : দাদা কে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এমন খবর গত কয়েকমাসেবহুচর্চিত হলেও এ বার সসরাসরি জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। টুইট করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন,‘ক্রিকেটই আমার জীবন। ক্রিকেট আমায় মাথা উঁচু করে এগিয়ে চলার আত্মবিশ্বাস এবং সাহস দিয়েছে। এই সফর আমি দারুণ উপভোগ করেছি। এ বার সেই সফরই বায়োপিকে তুলে আনছে লাভ ফিল্মস। আমার জীবন এ বার বড় পর্দায়। রীতিমতো রোমাঞ্চিত!’
সৌরভের বায়োপিক পর্দায় নিয়ে আসছে বলিউডের নামীসংস্থা ‘লাভ ফিল্মস।’তারা টুইট করে বলেছে, ‘দাদার বায়োপিক করতে চলেছি আমরা। এটা ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত । দাদার কাছে আমরা কৃতজ্ঞ। একটা দারুণ ইনিংসের অপেক্ষায় আছি।’ সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারে রণবীর কাপুর বা হৃত্বিক রোশনকে।