দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আইপিএলে করোনার থাবা। ভাইরাসে আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজন। আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আইসোলেশনে পাঠানো হয় নটরাজনকে। তবে তাঁর কোনও উপসর্গ নেই। কোভিড বিধি মেনে দুই দলের ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। নটরাজনের রিপোর্ট পজিটিভ আসে।
নটরাজনের সংস্পর্শে এসেছিলেন বিজয় শংকর (ক্রিকেটার), বিজয় কুমার (টিম ম্যানেজার), শ্যামসুন্দর জে (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভানান (চিকিৎসক), তুষার খেদকার (লজিস্টিক্স ম্যানেজার), পেরিয়াস্বামী গণেশন (নেট বোলার)। এদের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সময় ভোর পাঁচটায় ওই ছ’জন বাদে ফের গোটা দলের আরটি-পিসিআর টেস্ট হয়। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাই নটরাজনের করোনা আক্রান্ত হওয়ার প্রভাব বুধবার দিল্লি-হায়দরাবাদের ম্যাচে পড়বে না।
আরও পড়ুন : শোভন-বৈশাখীর বিবাহ জল্পনা ! অন্যদিকে শোভন ডিভোর্স পাবেন না , পাল্টা রত্না
চলতি বছরের শুরুতে করোনা আবহেই দেশের মাটিতে বসেছিল IPL-র আসর। মাঝপথেই তা স্থগিত হয়ে যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে আক্রান্ত হন বেশ কয়েকজন ক্রিকেটার। বোর্ড টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। অনেক আলোচনার পর সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে একাধিক কোভিড বিধি মেনে ফের শুরু হয় টুর্নামেন্ট। এবার থাবা বসাল করোনা ভাইরাস।