দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জয় রোহিত শর্মার দলের। পাঁচ বারের IPL চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স একটা সুযোগের অপেক্ষায় ছিল।
টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিলেন রাজস্থান দুই বাঁহাতি ওপেনার। কিন্তু লুইসের ২৪ ও জয়সওয়ালের ১২ রানের ইনিংস শেষ হতেই রাজস্থান তাদের ঘরের মত ভাঙল। ২০ ওভারে মাত্র ৯০ রান। ভাগ্য ভাল অলআউট হয়নি পিঙ্ক আর্মি। ৪টি উইকেট নিলেন অজি পেসার নেথ্যান কুল্টানাইল। প্রথম ম্যাচ খেলতে নামা জিমি নিশাম নিলেন ৩টি উইকেট। ২টি উইকেট বুমরার।
লক্ষ্য মাত্র ৯১ রান। তাড়াতাড়ি টার্গেটে পৌঁছতে পারলে কলকাতার সঙ্গে রান রেটের পার্থক্য অনেকটা কমিয়ে ফেলা যাবে। উদ্দেশ্য পরিস্কার করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে ২২ রানের ইনিংস। একই পথে হাঁটলেন সূর্যকুমার। ৮ বলে ১৩ রান তাঁর।
১৩ ম্যাচে ১২ পয়েন্ট। লিগ টেবিলে পয়েন্টের বিচারে একই জায়গায় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নাইটদের সঙ্গে রান রেটের পার্থক্য বেশ কিছুটা কমিয়ে ফেলেছে রোহিতের দল। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিট পাকা মর্গ্যানদের। হার মানে রাস্তা পরিস্কার হয়ে যাবে মুম্বই ইন্ডিয়ান্সের।