দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৯২/৩ (দু’প্লেসি ৮৬, মঈন ৩৭*, নারিন ২/২৬)
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৬৫/৯ (ভেঙ্কটেশ ৫০, গিল ৫১, শার্দূল ৩/৩৮)
চেন্নাই সুপার কিংস ২৭ রানে জয়ী।
অনেকেই মনে করেছিলেন ২০১২ সালের পুনরাবৃত্তি হবে। সেই বছর আইপিএল ফাইনালে তিন উইকেটে ১৯০ রান তুলেছিল চেন্নাই। জবাবে দুরন্ত লড়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। কিন্তু এবছরে বিজয়া দশমীর দিনে সেই একই ঘটনা আর ঘটল না। মাঝের ওভারে রান তোলার গতি কমে যাওয়া এবং পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ফলে ২৭ রানে ম্যাচ জিতে চতুর্থবার আইপিএল জিতে নিল চেন্নাই সুপার কিংস।