দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচে প্রথমবার পাকিস্তানের কাছে হারতে হয়েছে বিরাট কোহলির ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে হার অনেক ভারতীয়ই মেনে নিতে পারেনি। এই কারণেই ভারতীয় ক্রিকেট টিমের ক্রিকেটারদের কটাক্ষ করেছেন অনেকেই। বিশেষ করে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছে মহম্মদ সামিকে। সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে ব্যাপক ভাবে ট্রোল করা হয়েছে।
শুধু মাত্র ধর্মীও কারণকে সামনে রেখে অনেকেই সামিকে দেশ দ্রোহী বলেছেন। এই ঘটনার পর সামির সমর্থনে মুখ খেলেছেন দেশের বহু তারকা। এবার সামির সমর্থনে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একটি সাক্ষাৎকারে তিনি সামির ট্রোল করা নেটিজেনদের কটাক্ষ করে বলেছেন, “‘সোশ্যাল মিডিয়াতে বসে ট্রোল করে মজা পাওয়া মানুষেরা আসলেই মেরুদন্ডহীন। আমি আমার জীবনের এক মিনিটও নষ্ট করতে পারবো না এই ধরনের লোকেদের জন্য।”
আরও পড়ুন : চিন ও পাকিস্তানের চিন্তা বাড়াবে ভারতের নতুন অস্ত্র, লেজার গাইডেড বোমার সফল পরীক্ষা করল ভারত
এরপরেই সামিকে সমর্থন জানিয়ে বিরাট বলেছেন, “বহু বছর সামি একার দমে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে। তাই একটা ম্যাচ ওর ভাগ্য ঠিক করে দিতে পারে না। এই ধরনের চিন্তাধারা ইন্ডিয়া টিমের নেই আর অধিনায়ক হয়ে কথা দিচ্ছি কখনও হবেও না। আমারা সবাই সামির পাশে আছি।”