দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দক্ষিণ আফ্রিকা: ১৮৯/২ (ডুসেন-৯৪, মারক্রাম-৫২)
ইংল্যান্ড: ১৭৯/৮ (মঈন আলি-৩৭)
১০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
শেষ চারে পৌঁছনোর তাগিদে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাপায় দক্ষিণ আফ্রিকা। মারকাটারি ইনিংস খেললেন ডুসেন ও মারক্রাম। বল হাতে হ্যাটট্রিক করলেন রাবাদা। ব্রিটিশদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল শারজা। কিন্তু শেষে এসবই বৃথা গেল। ইংল্যান্ডের বিপক্ষে দুরন্ত জয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল প্রোটিয়া বাহিনী। কারণ নেট রান রেটে এগিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল অস্ট্রেলিয়া।