দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ম্যাচটা ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। কিন্ত ম্যাচের দিকে তাকিয়ে ছিল ভারত। আফগানিস্তান জিতলে বিশ্বকাপে টিকে থাকার আশা ছিল। কিন্তু তা আর হলো না। কিউইদের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি আফগানরা। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে নিউজিল্যান্ড।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে আফগানরা। জবাবে ১৭ বল হাতে রেখে জিতল কিউইরা।
নিউজিল্যান্ডের কাছে হেরে টি২০ বিশ্বকাপের আসর থেকে বিদায় নিল আফগানিস্তান। জয় পেলে টিকে থাকতো তারাও। তবে রান রেটটাও বাড়াতে হতো তাদের। আর আফগানদের হারে বিদায় নিশ্চিত হয় ভারতেরও। আগামীকাল সোমবার নামিবিয়ার বিপক্ষে ভারতের ম্যাচটা কেবল নিছক নিয়ম রক্ষার।