দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিরাট কোহলি কিছু দিন আগেই টুইট করে ঘোষণা করেছিলেন বাবা হওয়ার কথা। আর তারপর দুবাই এ স্ত্রী অনুষ্কা উড়ে যেতেই RCB শিবিরের পক্ষ থেকে পেয়েছিলেন সারপ্রাইজ পার্টি।
সেই পার্টি ভিডিও সামনে আসতেই মূহুর্তে ভাইরাল হয়েছে। এবার আজ দুপুরে নতুন একটি টুইট করেন বিরাট। সেই টুইটে তিনি RCB টিমের ফিটনেস ফর্মুলা জানিয়েছেন।
কোহলি লিখেছেন- “উপযুক্ত মরশুম+ দারুন আর্দ্রতা+ দারুন ভাবে ফিরে আসা” তাঁর মতে এই হল RCB টিমের ফিট থাকার রহস্য। সেই সাথে তিনি তিনটি ছবি শেয়ার করেছেন। যার একটায় নেট প্র্যাকটিসের সময় নিজের ডিফেন্স করার ছবি , দ্বিতীয়টিতে টিমমেট দের সাথে ফুটবল খেলার ছবি আর তৃতীয় ছবিটিতে কোহলি বরফের কিউব ভরা বাথটবে বসে আছেন মুখে সেই পরিচিত অনাবিল হাসি।
সাম্প্রতিক বিরাটের করা টুইট ও ছবিতে তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছে আসন্ন পিতৃত্বের স্বাদ গ্রহণের জন্যে তিনি কতটা মুখিয়ে আছেন। সেই সাথে দীর্ঘ ৫ মাস পর আবার খেলার মাঠে নামতে পেরে খুব চনমনেই দেখাচ্ছে তাঁকে।
বিরাটের টুইট টি দেখুন-