30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    “দলের পারফরম্যান্সে আমি গর্বিত,” ফাইনালে হারের পরেও দলের সুনাম করলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে কিউইরা। এমনকি ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখিয়েছে তাঁরা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল নিউজিল্যান্ডের। বরং নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই হারের পরেও দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

    সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন কেন উইলিয়ামসন। যেখানে তিনি গতকালের ম্যাচ সম্পর্কে বলেছেন, “আমরা ভেবেছিলাম এই স্কোরটা যথেষ্ট কিন্তু অস্ট্রেলিয়া ভালো তাড়া করেছে। অস্ট্রেলিয়া একটি দুর্দান্ত দল এবং পুরো টুর্নামেন্ট জুড়ে স্মরণীয় পারফরম্যান্স দেখিয়েছে।” অন্যদিকে দলের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “বলতে পারব না। আমরা একই ভাবে অনুভব করেছি। আমরা পিছিয়ে ছিলাম না কিন্তু অস্ট্রেলিয়া আমাদের কোনো সুযোগ দেয়নি। তা সত্ত্বেও দলের পারফরম্যান্সে আমি গর্বিত।”

    আসলে বিশ্বকাপের পর এবার ভারতের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে কিউইরা। তাই তার আগে দলের আত্মবিশ্বাস বাড়াতেই এই বিবৃতি দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

    আরও পড়ুন : বিশ্বকাপের ফাইনালের রাতে স্টেডিয়ামে একসাথে দেখা গেল শোয়েব, সৌরভ ও আজহারকে, টুইটারে সেই ছবি শেয়ার করেছেন শোয়েব আখতার

    প্রসঙ্গত, গতকাল ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেটে ১৭২ রান করেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন নিজেই ৪৮ বলে ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ছিলেন। কিন্তু তাও অজিরা সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...