দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
BCCI এবং বিরাট কোহলির মধ্যে সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এল। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক সাংবাদিক বৈঠক করে বোমা ফাটানোর কিছুক্ষণের মধ্যেই পালটা দিল বিসিসিআই। জানিয়ে দেওয়া হল, বিরাট মিথ্যা বলছেন। সেপ্টেম্বরে তাঁকে টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করা হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। যেখানে কোনও দিন সিরিজ জিততে পারেনি ভারত। গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলির ভারতীয় বোর্ডের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিয়েছেন। এই দুঃসাহস হয়তো আর কোনও ভারতীয় অধিনায়ক দেখাননি। সাংবাদিক বৈঠকে কোহলি একের পর এক বিস্ফোরণ ঘটালেন, সেটা বিসিসিআই নীরবে সহ্য করল না।
কোহলি দাবি করেছিলেন, কেউ তাঁকে টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেনি। বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিলেন, সেপ্টেম্বরে টি-২০ অধিনায়কত্ব নিয়ে বোর্ড কর্তারা কথা বলেছিলেন কোহলির সঙ্গে। তাঁকে অধিনায়কত্ব না ছাড়তেও অনুরোধ করা হয়। কিন্তু একবারও সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখা সম্ভব ছিল না।”
মাত্র দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয় তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। এই দাবিও একপ্রকার নাকচ করে দিয়েছেন বোর্ডের ওই কর্তা। তিনি বলছেন, নির্বাচক প্রধান চেতন শর্মা দল নির্বাচনের বৈঠকের দিন সকালেই কোহলিকে জানিয়ে দেন, তিনি আর অধিনায়ক থাকছেন না। বোর্ডের ওই কর্তার বক্তব্য অনুযায়ী সাংবাদিক বৈঠকে বিরাট যা যা বলেছেন, তার অধিকাংশই মিথ্যা।