দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নিউজিল্যান্ডে চলতি বছরে হতে চলেছে, মেয়েদিনের এক দিনের বিশ্বকাপ। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হল। ভারতীয় মহিলা দলের নেতৃত্বে রয়েছেন মিতালি রাজ। ১৫ সদস্যের দলে রয়েছেন বাংলার অভিজ্ঞ ক্রিকেটার ঝুলন গোস্বামী ও উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছেন বাংলার আর এক ক্রিকেটার রিচা ঘোষ।
উল্লেখযোগ্যভাবে, মিতালি রাজ ২০১৭ সালে হওয়া মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন৷ ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারালেও দুর্ভাগ্য যে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। করোনার কারণে এক বছর পিছিয়ে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের এক দিনের বিশ্বকাপ।
মেয়েদের এক দিনের বিশ্বকাপার জন্য টিম ইন্ডিয়া —–
মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মান্ধনা, শেফালি ভর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব।
স্ট্যান্ডবাই প্লেয়ার: সাব্বিনেনি মেঘনা, একতা বিস্ত, সিমরন দিল বাহাদুর।