দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জল্পনা সত্যি হল। ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল রোহিত শর্মার নাম। ফলে তিন ফর্ম্যাটেই অধিনায়ক হলেন রোহিত। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। পাশাপাশি আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করা হয়। সিরিজে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে।
বিরাট টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতের নামটাই ছিল সবার আগে। যদিও রোহিতের চোট আঘাতের জন্য বিকল্প নামও ঘোরাঘুরি করছিল। শেষে এক অধিনায়কের নীতিতেই শিলমোহর দিল বোর্ড।