দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় মারা গেছেন বলে জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। তবে এই কিংবদন্তির জীবন যেমন বিতর্কিত ঠিক সেই রকম বর্ণময়।
সমগ্র ক্রিকেট জীবনে ১৪৫ টেস্টের ক্যারিয়ারে মোট ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।