দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :মাঠে বিরাট কোহলির ডান্স সবাই দেখেছে। ম্যাঞ্চেস্টারে ভারতের অনুশীলনে বিন্দাস মুডে নাচতে দেখা যায় বিরাট কোহলিকে। আবারও নিজের ইনস্টাগ্রামে নাচের ভিডিও শেয়ার করেছেন বিরাট কোহলি। পাঞ্জাবি গানের সঙ্গে নাচের মাধ্যমে ওয়ার্ক আউট করতে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
বিরাটের স্টেপ সকলেরই পছন্দের। অনুশীলনে বা ম্যাচে চলাকলীন বিরাট কোহলির নাচ হামেশাই দেখা যায়। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম দিনরাতের টেস্টে নিজের শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ৩ বছর অতিক্রান্ত। বিরাটের ব্যাটে নেই শতরান। পুরোনো ছন্দে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট কোহলি ডান্স।
https://www.instagram.com/reel/CgMssvGgWHf/?utm_source=ig_web_copy_link
ছবি পোস্ট করে বিরাট ক্যাপশনে লেখেন, ‘অনেক দিন ধরে বন্ধ ছিল, কিন্তু আমার মনে হয় খুব বেশি দেরি হয়ে যায়নি’। এর আগেও বিরাট ডান্সিং স্টেপ কায়দায় ঘাম ঝরাতে দেখা গিয়েছে কোহলিকে। বেশ কিছু দিন হয়তো বন্ধ থাকলেও আবার শুরু করলেন ‘কোহলি ডান্স’। বিরাট কোহলির ডান্স ফ্যানেদের খুব পছন্দসই।