!
দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাংলা থেকে জগমোহন ডালমিয়ার পরে দ্বিতীয় ক্রিকেট প্রশাসক হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ মসনদ আইসিসি-র আসনে বসার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। বার্মিংহামে আইসিসি বৈঠকে ভারতীয় সফল প্রশাসকের তালিকায় উঠে আসছে মহারাজের নাম। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার এবং শশাঙ্ক মনোহরের পর চতুর্থ ভারতীয় হিসাবে অবশ্যই রয়েছেন সৌরভ। ১৩ নভেম্বর মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাঠে চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়ার পাশাপাশি মাঠের বাইরে আইসিসি শীর্ষ বৈঠকে স্থিরকৃত হবে পরবর্তী চেয়ারম্যানের নাম।
লর্ডসে স্বপ্নের টেস্ট অভিষিক্ত বেহালার বাঁ হাতি ব্যাটার প্রাক্তন ভারত অধিনায়ক ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহারাজ এবার আইসিসি প্রধান হিসেবে মসনদে অধিষ্ঠিত হতে চলেছেন? চলতি বছরেই শেষ হচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলের মেয়াদ। আইসিসির তিন জন নবনির্বাচিত ডিরেক্টর সিঙ্গাপুরের ইমরান খোয়াজা নীল স্পাইট ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও ভাইস প্রেসিডেন্ট পঙ্কজ খিমজি, সৌরভের সমর্থনে সরব।
আইসিসি ১৬ সদস্যের বোর্ডের চেয়ারম্যান হতে ৫১ শতাংশ ভোট প্রয়োজন নির্বাচিত হতে। অর্থাৎ, ১৬ সদস্যের বোর্ডের ৯ জন ডিরেক্টরের সমর্থন পেলেই চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা প্রবল। অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধি ডিরেক্টরেরা সকলেই সৌরভের পক্ষে। এমনিতেই আইসিসি চেয়ারম্যান পদের দৌড়ে ভারতীয় বোর্ড প্রধানের বিরোধী নেই হসসেই চলে। আইসিসি-র প্রভাবশালী কর্তা ব্যক্তি সকলে চেয়ারম্যান হিসেবে মহারাজকেই চাইছেন।