দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গতবছর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সামনে। সুযোগটা যথাযথ কাজে লাগান রোহিত শর্মারা। শেষ ওভারের থ্রিলাকে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত। যদিও শুধু পাকিস্তান ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নয়, রোহিত শর্মাদের এশিয়া কাপ অভিযান শুরু খেতাব ধরে রাখার উদ্দেশ্যেও। লড়াইয়ে শুরুতেই কঠিন চ্যালেঞ্জ টপকে যায় টিম ইন্ডিয়া।
বল হাতে ২৫ রানে ৩ উইকেট এবং ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৩৩ রান, ম্যাচের সেরার পুরস্কার জেতেন হার্দিক পান্ডিয়া।
১৯.৪ ওভারে নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করেত নেমে ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়। হার্দিক পান্ডিয়া ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৩ রান করে নট-আউট থাকেন। ১ বলে ১ রান করেন দীনেশ কার্তিক।