দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :প্রাক্তন ভারত অধিনায়ককে রাজি করানোর তীব্র চেষ্টা। সিদ্ধান্তে অনড় মহারাজ। ইডেনে ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নামতে দেখা যাবে না। ক্রিকেট ভক্তদের প্রত্যাশায় মাটি। ১৬ সেপ্টেম্বর লেজ়েন্ডস লিগের উদ্বোধন হচ্ছে ইডেনে প্রীতি ম্যাচে। ভারতীয় মহারাজা একাদশের অধিনায়কত্ব ও খেলার কথা ছিল সৌরভের। প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে রাজি করানোর তীব্র চেষ্টা চললেও সিদ্ধান্তে নড়চড় হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিবৃতি দিয়ে সিদ্ধান্ত প্রকাশ করেননি। সৌরভের ঘনিষ্ট বন্ধু এবং প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস কোনও মন্তব্য করতে চাইলেন না। সৌরভের না খেলার সম্ভাবনায় আয়োজক দিল্লি, মুম্বই কর্তারা হতভম্ব। লেজ়েন্ডস লিগের প্রীতি ম্যাচে আগ্রহের কেন্দ্রবিন্দু সৌরভের ব্যাট হাতে ফেরা। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, অধিনায়ক সৌরভের নেতৃত্বে খেলতেন বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, জাহির খানরা।
সৌরভ কেন সরে দাঁড়াচ্ছেন, চর্চা তুঙ্গে। শারীরিক বিধিনিষেধের জন্য খেলার ঝুঁকি নিচ্ছেন না? কিন্তু নিয়মিত জিমে ট্রেনিং করেন, বিদেশ সফরও করছেন। বাংলার নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লাকে রাজ্য দলের সঙ্গে অনুশীলনও করার কথা বলেন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ শীর্ষ পদে বসে থাকা অবস্থায় কোনও সংস্থার পরিচালনায় মশলা ম্যাচে খেলতে নারাজ? এখন তিনি ক্রিকেটার সৌরভের নন, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তিনি নিজে মুখ খুললেই, ধোঁয়াশা কাটতে পারে!