দলীপ ট্রফিতে রাহাণের দ্বিশতরান ও বিরাটের শতরান!
দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহাণে। টেস্ট দল থেকে দু’জনেই বাদ পড়েছিলেন। কাউন্টি ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে চেতেশ্বর পুজারা। অজিঙ্কা রাহাণের লক্ষ্যও একই। দলীপ ট্রফিতে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে দ্বিশতরান করলেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক রাহাণে।
দ্বিতীয় দিনের শেষে ২০৭ রানে ব্যাট করছেন রাহাণে,সঙ্গে ২৫ রানে ক্রিজে রাহুল ত্রিপাঠি। শতরান করেছেন বাংলার বিরাট সিংহ। উত্তরাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ ৩৯৭ রানে। বাংলার দুই ক্রিকেটার সুদীপ ঘরামি ৬৮ রান এবং শাহবাজ আহমেদ ৬২ রান করলেও অধিনায়ক মনোজ তিওয়ারি ২৭ রানে আউট হন। পূর্বাঞ্চলের হয়ে বিরাট সিংহ ১১৭ রান করেন। সিকিম, মণিপুর, মেঘালয়ের ক্রিকেটারদের নিয়ে দুর্বল প্রতিপক্ষ উত্তর-পূর্বাঞ্চলে। দলীপে সবচেয়ে শক্তিশালী পশ্চিমাঞ্চল দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৫৯০ রান করে। রাহাণে ছাড়াও দ্বিশতরান করেন যশস্বী জায়সবাল (২২৮), পৃথ্বী শ করেন ১১৩ রান।