সিএবিতে আবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতির পদে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন নিজেই। ইডেনে এসে সৌরভ নিজেই ঘোষণা করে দিলেন সিএবি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন। বিসিসিআই-তে সর্বোচ্চ পদ খোয়ানোর পর সৌরভ শূণ্য থেকে শুরু করতে চলেছেন। সিএবি সভাপতির পদে ফিরবেন দাদা।
বিসিসিআইয়ে সৌরভ যুগের অবসানে আক্রমণ করেছিলেন সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। সৌরভকে জবরদস্ত কটাক্ষও করেছিলেন। সৌরভের বিজ্ঞাপন করা নিয়েও তোপ দেগেছিলেন বিশ্বরূপ। বিরোধী পক্ষের অন্যতম মুখ বিশ্বরূপ দে’র জেলায় বেশ ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে। সিএবি প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে তা রুখে দেওয়ার কাজ শুরু করে দিলেন সৌরভ।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কোন আসনে ভোটে দাঁড়াবেন এখন তা দেখার।