ভারত বনাম পাকিস্তান ম্যাচ যে সবসময়ই রুদ্ধশ্বাস একটা ম্যাচ হয়, তা নিয়ে সন্দেহর অবকাশ নেই। তবে এমন টানটান উত্তেজনা যে শেষ বল পর্যন্ত থাকবে, সেটা অকল্পনীয়। যে মুহূর্তে ভারতের একের পর এক টপ অর্ডার ব্যর্থ, ঠিক সেইসময় একা রাজার মতই ম্যাচ ও মান দুইই জয় করলেন বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের অনবদ্য এই ইনিংস নি:সন্দেহে জায়গা করে নিলো ইতিহাসে। অবশেষে ৪ উইকেটে জয়লাভ করল ভারত।
চলতি বছর এশিয়া কাপেই বিরাট নিজের হারানো ফর্ম ফিরে পেয়েছেন। এবার ২০২২ টি-২০ বিশ্বকাপ জেতানোর সিংহভাগ দায়িত্বই তাঁর কাঁধে রয়েছে। তাই আজ ম্যাচের শেষে বিরাটকে অনেকটাই স্ট্রেস ফ্রী দেখাচ্ছিল। তাঁর মতে, “এই অনুভূতি একেবারেই আলাদা। আপাতত আমার বলার কোনও ভাষা নেই। এই ইনিংস কীভাবে ঘটল, তা আমিও জানি না। শুধু মাথায় এতিয়া ঘুরছে যে হার্দিক আমাকে বলে যাচ্ছিল যে নিজের উপরে বিশ্বাস রাখো। শেষপর্যন্ত টিকে থাকে। আমি কথা বলতে পারছি না। তবে প্যাভিলিয়ন এন্ড থেকে শাহিন যখন বল করতে এল আমি হার্দিককে বলেছিলাম যে ওকে দুরমুশ করতে হবে। আমাদের অঙ্কটা খুব সহজ ছিল। নওয়াজের হাতে একটাই ওভার বল করার জন্য ছিল। ফলে আমরা যদি হ্যারিসকে মেরে খেলতে পারি, তাহলেই ওদের মেরুদন্ড ভেঙে দেওয়া যাবে।”
বিরাট জানান, ‘আমি বল মারার জন্য আলাদা করে কোনও প্রস্তুতি নিইনি। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল। খুব সাধারণ ছন্দেই আমি এই শট খেলেছিলাম। শেষপর্যন্ত টিকে থাকতে চেয়েছিলাম। তবে লং-অনের শটটা অপ্রত্যাশিত ছিল। তবে আমার কাছে এই ইনিংসের থেকেও সেরা টি-২০ ইনিংস মোহালিই। সেবারও ৫২ বলে ৮২ রান করেছিলাম। আর এবার ৫৩ বলে ৮২ রান করলাম। দুটো ইনিংসই যথেষ্ট দামী। তবে আজকের এই ইনিংস সম্পূর্ণভাবে আমি আমার সমর্থক ও অনুরাগীদের জন্যে উতসর্গ করলাম কারণ যখন আমি স্ট্রাগল পিরিয়ডে ছিলাম, ততদিন এই সমর্থকেরাই আমার পাশে দাঁড়িয়েছে। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।’\
বিরাট কোহলির ব্যাট বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে। খতিয়ান মতে তিনি সবথেকে বেশি রান করা ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বিরুদ্ধেই। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর তিনটে হাফসেঞ্চুরি (২০১২- ৭৮ রান, ২০১৪- ৫৪ এবং ২০২১ সালে ৫৭ রান) রয়েছে। একই সাথে সচিন এবং বিরাটের ব্যাটিং গড়ও এককথায় অসাধারণ। তবে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির চেনা এই বিধ্বংসী ফর্ম ইঙ্গিতবাহী যে এই বিশ্বকাপে আরও কয়েকবার এই ঝলক দেখতে পাওয়া যাবে। বিরাট কোহলিই একমাত্র ব্যাটসম্যান যিনি দু’বার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের (২০১৪ এবং ২০১৬) শিরোপা জয় করেছেন।
কোহলি বরাবরই টি-২০ বিশ্বকাপে বিরাট যথেষ্ট ভালো পারফরম্যান্স করেন। এখনও পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে বিরাট ২১টি ম্যাচ খেলেছেন। যারমধ্যে ২০ ইনিংসে ১১টি হাফসেঞ্চুরি রয়েছে। তিনি ৭৬.৮২ ব্যাটিং গড়ে মোট ৯২৭ রান করেছেন। এরমধ্যে তাঁর স্ট্রাইক রেট ১২৯-য়ের কাছাকাছি। এই প্রসঙ্গে উল্লেখ্য যে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি সবথেকে বেশি হাফসেঞ্চুরি করেছেন।