দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি থাকাকালীন একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব খোয়ান বিরাট কোহলি। সেই থেকে ভারতীয় ক্রিকেটের দুই অন্যতম সেরার মধ্যে দূরত্ব তৈরি হয়। ক্রিকেটার কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরানে একদিনের ক্রিকেটে ৪৫তম ও মোট ৭৩ টি শতরান। ভারতের প্রাক্তন নেতার ভূয়সী প্রশংসা করলেন সৌরভ। শচীন না বিরাট, খুব কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে থমকে গেলেন। বিরাট অসাধারণ প্লেয়ার। অনেক ইনিংস খেলেছে এরকম। ৪৫ শতরান এমনি আসে না। ও স্পেশাল প্লেয়ার। এতবছর ধরে খেলছে। এমন কিছু সময় আসবে যখন রানের খরা চলবে। কিন্তু সবসময়ই আমি বলি ও স্পেশাল প্লেয়ার। চলতি বছরই ৫০ ওভারের বিশ্বকাপ। ভারতীয় দলের রোডম্যাপ প্রসঙ্গ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা উপরই ছেড়ে দিলেন। ২০১৯ সালে সৌরভ ছিলেন শেষবার। ২০২২ এর দল শক্তিশালী। পৃথ্বী শ রনজিতে অসমের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি দেখবেন নির্বাচকরা। আইপিএলে ঋষভ পন্থকে দিল্লি মিস করবে, তা স্বীকার করে নিলেন সৌরভ। পরিবর্তে জাতীয় দলের প্রথম উইকেটকিপার ঈশান কিষাণকে। রাহুল, রোহিত রয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বুদক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলে জুতো প্রস্তুতকারক সংস্থার একটি প্রমোশনাল ইভেন্টে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। ছিলেন অজন্তার ম্যানেজিং ডিরেক্টর সাগ্নিক বণিক।