দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হাঁটুতে চোট নিয়েই দলকে চ্যাম্পিয়ন করেছেন মাহি । আর হাতে ভগবৎ গীতা হাতে নিয়ে কোকিলাবেন হাসপাতালে নিজের চিকিৎসার জন্য এলেন । আর সেই ভগবৎ গীতা হাতে ছবি ইতি মধ্যেই ভাইরাল হয়ে গাছে সোশ্যাল মিডিয়াতে । চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছে ‘ ধোনির হাঁটুর অস্ত্রপ্রচার সফল হয়েছে , এখন ভালো আছেন ধোনি , এর বেশি আমরা কিছুই জানি না ।


হাঁটুতে অস্ত্রপ্রচার করবেন কিনা এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ধোনি । অবশেষে ঝুঁকি না নিয়ে অস্ত্রপ্রচার করেই ফেললেন । খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে মাহিকে ।