দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন রিকি পন্টিং। আর ঠিক তাই হল। দিল্লির হেড কোচের পদ থেকে অস্ট্রেলিয়ার দু’বার বিশ্বকাপ জয়ীকে ছেঁটে ফেলা হল। আগামী মরসুম থেকে আইপিএল-র ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’ কিংবা দিল্লি শিবিরের তরফ থেকে এই ইস্যু নিয়ে এখনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
তবে সূত্র মারফত জানা গিয়েছে, মেন্টর থেকে এবার কোচের আসনে বসতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। বিসিসিআই-র সভাপতির মেয়াদ শেষ করার পর গত মরসুমে ফের দিল্লি শিবিরে যোগ দেন সৌরভ। তবে তিনি ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে যোগ দিয়েছিলেন।
আর তাই ইরফান পাঠানের মতো প্রাক্তন বলে দিয়েছিলেন, রিকি পন্টিং নন, দিল্লির কোচের হটসিটে বসা উচিত সৌরভেরই।