দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আগামী অক্টোবর-নভেম্বর মাসে ক্রিকেটের ‘মহাসংগ্রাম’, অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এই বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে আর ৪৯ দিন বাকি রয়েছে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ ৫ অক্টোবর আয়োজন করা হয়েছে। অন্যদিকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচটি ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া মোট ৯ ম্যাচ খেলবে। দেখে নিন, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সূচি কেমন হতে চলেছে।
কয়েকটি ম্যাচের সূচি বদল করেছে আইসিসি
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ১২ অক্টোবর দুপুর ২টো থেকে আয়োজন করা হবে। অন্যদিকে নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ ১৩ অক্টোবর খেলা হবে। দুটো ম্যাচই ভারতীয় সময় অনুসারে বেলা ২টো থেকে শুরু হবে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ আগামী ১৪ অক্টোবর অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচটাও বেলা ২টো থেকে শুরু হবে। অন্যদিকে এই একই সময়ে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ ১৫ অক্টোবর আয়োজন করা হবে।
২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি :
৮ অক্টোবর – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে
১১ অক্টোবর – আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লিতে
১৪ অক্টোবর – পাকিস্তানের বিরুদ্ধে অহমেদাবাদে
১৯ অক্টোবর – বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে
২২ অক্টোবর – নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায়
২৯ অক্টোবর – ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউতে
২ নভেম্বর – শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ে
৫ নভেম্বর – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায়
১২ নভেম্বর – নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেঙ্গালুরুতে