দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জয়ের জন্য ভারতের (Indian Cricket Team) সামনে লক্ষ্য ছিল মাত্র ৫১ রান। এই রান তুলতে বেশি ঘাম ঝড়ানোর প্রয়োজন ছিল না। বেশি খাটা খাটনি করতে হল না। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। শুভমন গিল ২৭ রান ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত থাকেন।
মহম্মদ সিরাজের আগুন বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ধস নামে। মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। এরপর ভারতের হয়ে ওপেন করতে নামনে গিল ও ঈশান কিষাণ। গোটা টুর্নামেন্টে মিডল অর্ডারে খেললেও, স্বল্প রানের লক্ষ্য দেখেই সম্ভবত নিজের জায়গা ছেড়ে ঈশানকে ওপেনিং করার সুযোগ করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ঈশান হতাশ করেননি। অল্প রানের ইনিংস খেললেও, তাঁর মারা তিনটি চারে আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট ছিল। অবশেষে অষ্টম বার এশিয়া কাপ জিতল ভারত।