দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:করোনা যোদ্ধাদের সম্মান জানাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অভিনব উদ্যোগ নিলো। আরসিবি ঠিক করেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের গোটা মরশুম জুড়ে বিরাট কোহলিরা নিজেদের জার্সিতে কুর্নিশ জানাবেন তাদের কে যাঁরা করোনা মহামারির বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং যাঁরা এই লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
সেই উদ্যোগের অংশ হিসেবে এবছর আইপিএলে আরসিবি ক্রিকেটারদের অনুশীলন এবং ম্যাচ জার্সির পিছনে লেখা থাকবে ‘মাই কোভিড হিরোজ’। কোভিড হিরোদের স্বীকৃতি শুধুমাত্র জার্সিতে জানিয়েই শেষ নয় এই উদ্যোগ। ঠিক হয়েছে কোহলিরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্রিকেটারদের প্রথম ম্যাচের জার্সি নিলামে তুলবেন। অয়ই নিলাম থেকে যে পরিমাণ অর্থ সংগৃহীত হবে, তা তুলে দেওয়া হবে ‘গিভইন্ডিয়া’ ফাউন্ডেশনকে।
আইআইএম-এ স্নাতক ভেঙ্কট কৃষ্ণান ১৯৯৯ সালে গিভইন্ডিয়া ফাউণ্ডেশন তৈরি করেন। এটি পেশাদারদের একটি দল দ্বারা চালিত এবং পরিচালিত হয়। ভেঙ্কট কৃষ্ণান তৃণমূল পর্যায়ের একটি এনজিও তৈরি করেছেন যা দরিদ্রদের জন্য কিছু করতে চাওয়া এবং দান করতে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে একটি বিশ্বাসযোগ্য যোগসূত্র তৈরি করে।
শুধু তাই নয় এই উদ্যোগের আর একটি অংশ হিসেবে বিরাট কোহলিরা আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করোনা যোদ্ধাদের নিয়ে নিজেদের উপলব্ধিও তাদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন।