29 C
Kolkata
Saturday, September 23, 2023
More

    ২৩ বছর আগে ‘দাদা’র আক্রমণে চুরমার হয়ে গিয়েছিল পাকিস্তান, সুখের স্মৃতি আইসিসির

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ‘প্রিন্স অফ ক্যালকাটা’, ‘অফ সাইডের গড’ এই উপমা গুলো শুনলেই প্রতিটা বাঙালির গায়ের রোম খাড়া হয়ে যায়। একটাই ছবি চোখে ভেসে ওঠে, ‘দাদা’। আর এমনই এক দিনে ব্যাট হাতে ইনিংসের ওপেন করতে নেমে একেবারেই স্বচ্ছন্দে ছিলেন না ‘ বাপি বাড়ি যা’র প্রবর্তক। সেইদিন ২০ বল খেলে মাত্র ২ রান করেই আউট হন সৌরভ গাঙ্গুলী। কিন্তু বিপক্ষে থাকা পাকিস্তান জানত না যে, বল হাতে তাদের জন্যে কি ধরণের ধ্বংসাত্মক রূপ অপেক্ষা করে আছে!

    মহারাজ ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু আজ থেকে ২৩ বছর আগে টরন্টোয় ১৮ সেপ্টেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় বল হাতে টিম ইন্ডিয়ার পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করেন। শুধু তাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচেই কেরিয়ারের সেরা বোলিং করেন মহারাজ। ঐ ম্যাচে ১০ ওভার বল করে ৩টি মেডেন-সহ মাত্র ১৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন ‘দাদা’। সেদিন তাঁর শিকার ছিল ইজাজ আহমেদ, সেলিম মালিক, হাসান রাজা, মঈন খান ও আকিব জাভেদ।

    ভারত মাত্র ১৮২ রানের পুঁজি নিয়ে সেকেন্ড ইনিংসে নামলেও পাকিস্তান অল-আউট হয়ে যায় ১৪৮ রানে। আর এই সবেরই পেছনে একজনেরই কৃতিত্ব সে হলো ‘দাদা’। ১৯৯৭ সালে ৬ ম্যাচের সেই সিরিজে সৌরভ সর্বোচ্চ রান করার পাশাপাশি সবথেকে বেশি উইকেটও নিয়েছিলেন। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

    এই সিরিজে সৌরভ ৫ ম্যাচে ২২২ রান করেন। সেই সঙ্গে তিনি ১৫টি উইকেটও নেন। সিরিজের ৪টি ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মহারাজ আর খুব স্বাভাবিকভাবেই সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন।

    এই ঘটনা এই সময়ে আবার নতুন করে আবেগের সৃষ্টি করে যখন আইসিসি সৌরভের এমন অনবদ্য কৃতিত্বকে তাদের নিজেদের টুইটার হ্যান্ডেলে অনুরাগীদের সামনে তুলে ধরে। ঐ টুইটে আইসিসি লেখে, ‘১৯৯৭ সালে আজকের দিনে কেরিয়ারের সেরা ওয়ান ডে বোলিং করেছিলেন সৌরভ। টরন্টোয় পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।’

    এর পাশাপাশি আইসিসি অনুরাগীদের উদ্দেশ্যে একটি প্রশ্নও করে। তাঁরা পরের টুইটে লেখে, ‘আপনি কি জানেন, সৌরভ ওয়ান ডে ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন! প্রথম কাকে আউট করেছিলেন বলতে পারবেন?’ দেখি আপনারও পারেন কিনা..

    ছবি: আইসিসি’র টুইটার আর গেটি ইমেজেস আর্কাইভ (সম্পূর্ণ অবাণিজ্যিক কাজের জন্যে)

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...