26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    ধোনি দেশ বিরোধী, নেটিজেনদের এমনই মন্তব্য আইপিএল শুরুর কয়েক ঘণ্টা আগেই

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রামের বনবাস ছিল ১৪ বছরের আর ধোনির ১৪ মাসের। এই দীর্ঘ ১৪ মাসে ধোনি’কে নিয়ে নানা তর্ক-বিতর্কে সরগরম ছিল প্র্যাক্টিস নেট থেকে ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম। তখন বিতর্ক ছিল, তিনি খেলা থেকে বিশ্রাম নেবেন কিনা, কিন্তু গত ১৫’ই আগস্ট সেই বিতর্কে’র অবসান হলেও, এবার আবার নতুন বিতর্কে’র জন্ম দিল ধোনি। তবে এবারের অভিযোগ টা চীন ঘেঁষা।

    আর কয়েক ঘন্টার মধ্যেই আইপিএল এর ২০২০ সীজন শুরু আর এর আগেই নেট থেকে নেতা’র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন ‘থালাইভা’। সম্প্রতি চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Oppo-র সাথে গাঁটছড়া বাঁধা নিয়ে বড়সড় বিতর্কে নাম জড়াল মাহির। লাদাখে চীনের অনুপ্রবেশ ও সীমান্ত অচলাবস্থার মধ্যেই ‘সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদাধিকারী ধোনি কিভাবে Oppo’র ব্র্যান্ড’এর সাথে সাইন করলেন সেটাই বুঝে উঠতে পারছে না তাঁর অনুরাগী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী’রা।

    ধোনির সাথে Oppo’র এই মধুর সম্পর্কের ভিডিও’ র ঝলক প্রকাশ্যে আসতেই বিস্তর ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন তিনি। সবার মনে প্রশ্ন একটাই, দেশ যখন চীনা দ্রব্যের বয়কট করছে, এমন কী আইপিএল এর টাইটেল থেকেও যখন Oppo কে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে কিভাবে চীনের এই কোম্পানীর সাথে ধোনি এমনতর চুক্তি করে বসলেন?

    উল্লেখ্য, চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Oppo-র হয়ে ধোনির করা বিজ্ঞাপনটির নাম ‘বি দ্য ইনফাইনাইট’। গত ১৭’ই সেপ্টেম্বর Oppo-র তরফে একটি টুইট করা হয়। সেই টুইটে সম্পূর্ণ ভিডিয়োর কিছু কিছু ঝলক দেখানো হয়েছে। সাথে ধোনিরও এক ঝলক ভেসে উঠেছে স্ক্রীন এ। আর সেই বিজ্ঞাপণের ট্যাগ লাইনে দেওয়া হয়েছে ‘ক্রিকেট মাঠে যাঁকে আপনারা সব সময় মিস করেন, সেই ধোনি সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করতে এসেছেন।’

    ধোনির এই চুক্তি প্রকাশ্যে আসতেই এক ধোনিভক্ত ক্ষোভে বলেছেন, ‘চিনা ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে ধোনির লজ্জা হওয়া উচিত। ওঁর প্রতি সমস্ত শ্রদ্ধা আমি হারালাম। নিজেকে কেন একজন সেনানায়ক হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করেন ধোনি? যে সুশান্ত সিং রাজপুত যে ওঁর চরিত্রকে পর্দায় অমন বাস্তব করলো, তাঁর মৃত্যুতে একটা কথা বলল না ধোনি। আসলে টাকাই ওঁর জন্য সব। আর সেই অর্থের জন্য মান-ইজ্জত, ধর্ম, দেশ সবকিছুকেই জলাঞ্জলি দিতে রাজি ধোনি। ‘

    আইপিএল মহারণ শুরুর আগেই টুইটারে ট্রেন্ড করছে #welcomebackdhoni। আসলে ২০১৯ এ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের হারের পর থেকে আন্তর্জাতিক মাঠমুখো হন নি ধোনি। সেই ধোনি অবসর ঘোষণা করে আবার ফিরতে চলেছেন বাইশ গজে। এই ক্রমাগত ট্রোল এর জবাব কী ক্যাপ্টেন কুল দিতে পারবেন তাঁর ব্যাটে ও অধিনায়কত্বের ঝলকে? সেটাই দেখার এখন।
    তবে এই বিজ্ঞাপণে অংশগ্রহণ করা নিয়ে এখনো অবধি কোনো মন্তব্য করেন নি ‘মাহি’।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...